বিজয় দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান
বুধবার সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল মহান বিজয় দিবস উপলক্ষে অলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ তলার ৪১৮ নং কক্ষে উপাচার্য ড. মেসবাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়।
এ সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা , এবং পরবর্তী সময়ে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে বক্তারা আলোচনা করেন । অনুষ্ঠানের ২য় পর্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার মীর মুর্ত্তজা আলী বাবু।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোঃ দেলোয়ার হোসেন, সহকারী রেজিস্ট্রারসহ , সকল বিভাগের বিভাগীয় প্রধান, ডীন ও শিক্ষকসহ প্রায় ৫শতাধিক শিক্ষার্থী ।
মন্তব্য চালু নেই