ফুলবাড়ীতে ফ্রেন্ডস্ গ্রুপের মহান বিজয় দিবস উদযাপন

দিনাজপুরের ফুলবাড়ীতে বিজিবি ক্যাম্প সংলগ্ন রাঙ্গামাটি ছোয়ানীতে ১৬ ডিসেম্বর মঙ্গলবার  ফ্রেন্ডস্ গ্রুপ (একটি সামাজিক উন্নয়ন মূলক সংগঠন) এর আয়োজনে “৪৩ তম মহান বিজয় দিবস” উদযাপন করা হয়েছে । ফ্রেন্ডস্ গ্রুপ (একটি সামাজিক উন্নয়ন মূলক সংগঠন) মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিশেষ কর্মসূচী পালন করেছে । সকাল ৮:০০ টায় ফ্রেন্ডস্ গ্রুপের সভাপতি ও ২নং আলাদীপুর ইউপি ৩নং ওয়ার্ড সদস্য জনাব মোঃ সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ মজিদ তালুকদার ইমন এর উপস্থিতে  জাতীয় পতাকা ও ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের  কর্মসূচী শুরু হয়,  সকাল ৮:০৫ মিনিটে শহীদদের উদ্দ্যেশে ১ মিনিট নিরবতা পালন করা হয়,  সকাল ১০:০০ টায় বিজয় শোভাযাত্রা রাঙ্গামাটি ছোয়ানীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ  করে, দুপুর ১:৩০ টায় শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়, দুপুর ২:৩০ টায় স্থানীয় খেলার মাঠে বিজয় দিবসের বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, ক্রীড়া প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজারামপুর এস. ইউ উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক ও বিশিষ্ঠ সমাজসেবক জনাব মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস্ গ্রুপের উপদেষ্টা ও বঙ্গবন্ধু কলেজের সহকারী অধ্যাপক জনাব মোঃ নজিবর রহমান, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফ্রেন্ডস্ গ্রুপের উপদেষ্টা ও বর্নমালা কলেজের প্রভষক জনাব মোঃ নূর কতুবুল আলম চৌধুরী, আরও উপস্থিত ছিলেন ফ্রেন্ডস্ গ্রুপের সাবেক সভাপতি জনাব মোঃ মোস্তাক আলম চৌধুরী, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফ্রেন্ডস্ গ্রুপের সভাপতি জনাব মোঃ সিরাজুল ইসলাম, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন ফ্রেন্ডস্ গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ মজিদ তালুকদার ইমন ।

 

ফুলবাড়ীতে অংকুর সাহিত্য পরিবারের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বি,জি,বি ক্যাম্প সংলগ্ন রাঙ্গামাটি ছোয়ানীতে ১৬ ডিসেম্বর মঙ্গলবার “৪৩ তম মহান বিজয় দিবস” যথাযোগ্য মর্যাদায় উদযাপন ও “অংকুর সাহিত্য পরিবার” এর ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব পালিত হয় । Ankur Sahitya Paribar Logo
অংকুর সাহিত্য পরিবারের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মজিদ তালুকদার ইমন, সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম বাবু ও সকল সদস্যের উপস্থিতে সকাল ৭:৩০ মিনিটে  জাতীয় পতাকা ও অংকুর সাহিত্য পরিবারের পতাকা উত্তোলনের মাধ্যমে মহান বিজয় দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী শুরু হয়, ৭:৩৫ মিনিটে সকল শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়, ৭:৪৫ মিনিটে স্মৃতির উদ্দেশে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়,  দুপুর ১:০০ টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, সন্ধ্যা ৭:০০ টায় প্রতিষ্ঠা বার্ষিকীর বিশেষ কবিতাপত্র সংখ্যার উম্মোচন ও বিশেষ কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয় ।



মন্তব্য চালু নেই