বিজয় দিবসের অনুষ্ঠানে যেতে পারবে না কোনো প্রার্থী
বিজয় দিবসের অনুষ্ঠানে পৌর নির্বাচনের প্রার্থীদের উপস্থিত না থাকতে ‘সতর্ক’ করে নির্দেশ দিতে রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার রাতে ২৩৪ পৌরসভার রিটার্নিং কর্মকর্তাদের এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব শামসুল আলম। বিষয়টি নিশ্চিত করেছেন শামসুল আলম নিজেই।
তিনি জানান, বিজয় দিবসের অনুষ্ঠানে সংসদ সদস্যের উপস্থিতিকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে আগাম সতর্কতার জন্য এ চিঠি দেয়া হয়েছে। পৌর নির্বাচনী এলাকায় বিজয় দিবসের অনুষ্ঠান বা মুক্তিযোদ্ধাদের জন্য আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্যসহ অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত থাকতে পারেন। তাই কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। এজন্য রিটার্নিং কর্মকর্তাকে প্রার্থীদের সর্তক করতে বলা হয়েছে।
এছাড়া এসব অনুষ্ঠানে নির্বাচনী প্রচারণা সংক্রান্ত কোনো বক্তব্য বা আলোচনা না করার জন্যও নির্দেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা অনুষ্ঠান শেষে নির্বাচনী এলাকা ছাড়লে ইসিকে অবহিত করে প্রতিবেদন দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে চিঠিতে।
মন্তব্য চালু নেই