হাড্ডাহাড্ডি গাদন খেলা

বিজয়ী দল পুরষ্কার জিতলো ঘোড়া-ছাগল

হাড্ডাহাড্ডি গাদন খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল পুরষ্কার জিতলো ঘোড়া ও ছাগল। সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের হাওয়ালখালীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গাদন খেলা রবিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়। ৮দলীয় ওই গাদন খেলা গড়েরডাঙ্গা গাদন টিম ২-০গেমে কলারোয়ার ঝাপাঘাট গাদন টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন রফিকুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম। হাওয়ালখালী উত্তরপাড়া যুব কমিটি আয়োজিত এ খেলা শেষে চ্যাম্পিয়ন দলের কাছে একটি ঘোড়া ও রানার্সআপ দলের কাছে একটি খাসি ছাগল পুরষ্কার হিসেবে তুলে দেন বিশিষ্ট সমাজসেবক মোস্তফা মোল্য¬া। দূরদূরন্ত থেকে আগত মানুষের সমাগম ও মাঠের চারিদিকে উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশ দেখে হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার পুরানো ঐতিহ্য আবার ফিরে পেতে চলেছে বলে অনেকের মনে হয়েছে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধাক্ষ্য শাহাজাহান সিরাজ, ইউপি সদস্য রেজাউল করিম, সাংবাদিক প্রভাষক অহিদুজ্জামান লাভলু, বিশিষ্ট ব্যবসায়ী মফিজুল ইসলাম, এম মশিউর রহমান প্রমুখ।



মন্তব্য চালু নেই