বিচার বিভাগের বেতনভাতা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন

জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের বেতনভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানো সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফিং করেন।

সচিব জানান, আজকের বৈঠকে মন্ত্রিসভা পরিবেশ সংরক্ষণের স্বার্থে ‘বৃক্ষ সংরক্ষণ আইন-২০১৬’র নীতিগত অনুমোদন দিয়েছে। এছাড়া ‘চা আইন-২০১৬’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। একটি অধ্যাদেশের বাংলায় অনুবাদ করে আইনে চা নিলাম, বীজ রপ্তানি, নিবন্ধিত কারখানা ছাড়া চা প্রস্তুতকরণ ইত্যাদি বিষয়ে কিছু দণ্ডের বিধান রাখা হয়েছে। আইনের বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ দুই বছরের জেল অথবা ৫০ হাজার টাকা জরিমানা।



মন্তব্য চালু নেই