বিচারপতির বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

রাজধানীর রমনার হাজীপাড়া এলাকায় এক বিচারপতির বাসা থেকে গৃহকর্মী মিতু আক্তারের (১২)লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাবার নাম আবু সাইদ। তিনি ভোলার ভেদুরিয়া গ্রামের বাসিন্দা।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করে রমনা থানা পুলিশ।

জানা গেছে, ৫১/পশ্চিম হাজীপাড়া রুপায়ন খাসটাওয়ারের বি/৮ এর বিচারপতির বাসা থেকে মিতু আক্তারের লাশ উদ্ধার করা হয় বলে কাগজপত্রে উল্লেখ করে পুলিশ। তবে কাগজপত্রে বিচারপতির নাম উল্লেখ নেই।

রমনা থানার এসআই আলতাফ হোসেন বিচারপতির ওই বাসার সদস্যদের বরাত দিয়ে জানান, মিতু আক্তারের বাবা গ্রামের একটি মামলায় জেলে আছেন। এদিকে নিহতের মাও আত্মহত্যা করেছেন। এসব বিষয় নিয়ে মিতু মানসিকভাবে ভেঙ্গে পড়ে।
শুক্রবার রাত ১০টার দিকে খাওয়া-দাওয়া শেষে সে ঘুমিয়ে পড়ে। সকালে ডাকাডাকির পরও তার সাড়া না পাওয়ায় দরজা ভেঙ্গে দেখা যায় মিতু গলায় ওড়না পেচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।



মন্তব্য চালু নেই