বিচারকদের শৃংখলাবিধির গেজেট প্রকাশে ফের সময় : প্রধান বিচারপতির ক্ষোভ

অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশ করতে সরকারকে আবারো এক সপ্তাহ সময় দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে রাষ্ট্রপক্ষে বার বার সময় আবেদন করায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ গেজেট প্রকাশে পুনরায় এ দিন নির্ধারণের আদেশ দেন।

অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট জারিতে এর আগেও কয়েক দফা সময় দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সময় নিলেও গেজেট জারি করেনি সরকার। সবশেষ ২৭ ফেব্রুয়ারি বিচারকদের গেজেট জারিতে ২ সপ্তাহের সময় দিয়েছিলেন আপিল বেঞ্চ। কিন্তু ২ সপ্তাহের মধ্যে গেজেট জারি না হওয়ায় মঙ্গলবার এটি ফের কার্যতালিকায় আসলে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন জানায়।
আদালতে রাষ্ট্রপক্ষে সময় আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে উচ্চ আদালতের এ নির্দেশনা সত্ত্বেও তা বাস্তবায়ন না করায় গত ৮ ডিসেম্বর আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে তলব করেছিলেন আপিল বিভাগ।

এরই মধ্যে গত ১১ ডিসেম্বর রাতে আইন মন্ত্রণালয় এক পরিপত্রের মাধ্যমে জানায়, নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশের প্রয়োজনীয়তা নেই বলে রাষ্ট্রপতি সিদ্ধান্ত দিয়েছেন। তবে রাষ্ট্রপতির এ সিদ্ধান্তের সঙ্গে ১২ ডিসেম্বর আপিল বিভাগ দ্বিমত পোষণ করেন।

আদালত বলেছেন, রাষ্ট্রপতিকে ভুল বোঝানো হচ্ছে। বিধি প্রণয়ন সম্পর্কে আপিল বিভাগ বলেন, এটা বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্ন। এখানে কোনো কম্প্রোমাইজ নেই। রাষ্ট্রপতি ও আপিল বিভাগের ভিন্নমতের কারণে গেজেট জারিতে কিছুটা জটিলতা দেখা দেয়। সেই জটিলতা নিরসনে রাষ্ট্রপতির সিদ্ধান্ত পুনর্বিবেচনায় গেজেট জারিতে সরকারের পক্ষ থেকে সময়ের আবেদন জানানো হয়।

বহুল আলোচিত মাসদার হোসেন মামলার রায়ের ৭ নম্বর নির্দেশনায় জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের জন্য পৃথক শৃঙ্খলাবিধি প্রণয়নের কথা বলা হয়েছে। সেটি বাস্তবায়নে আপিল বিভাগ সরকারকে নির্দেশ দেন।



মন্তব্য চালু নেই