‘বিচারকদের মর্যাদা কমে যাবে’

দেশের আদালতগুলোতে বিচারাধীন ৩০ লাখ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিচারপতিদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

শনিবার সকালে সুপ্রীম কোর্টের সড়ক ভবনের অডিটরিয়ামে জেলা ও দায়রা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘মামলাগুলো নিষ্পত্তি করতে না পারলে বিচারকের অস্তিত্ব সঙ্কটের মুখে পড়বে।’

তিনি বলেন, ‘আন্তরিকভাবে নিষ্পত্তি করতে না পারলে বিচারাধীন মামলার সংখ্যা ৩০ লাখ থেকে বেড়ে এক বছর পরে সাড়ে ৪২ লাখে দাঁড়াবে। যা নিষ্পত্তি করতে সময় লাগবে তিন বছর। এভাবে চললে বিচারবিভাগের প্রতি জনগণের আস্থা কমে যাবে এবং বিচারকদের মর্যাদা কমে যাবে।’

বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিচারকদের প্রেষণে নিয়োগ দেওয়ার ব্যাপারেও প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি।



মন্তব্য চালু নেই