বিকেলে বসছে সংসদ অধিবেধশন

পাঁচ দিন মুলতবির পর আজ মঙ্গলবার ফের বসছে দশম জাতীয় সংসদের অধিবেশন। এদিন বিকেল সাড়ে ৪টায় চলতি পঞ্চম অধিবেশন পুনরায় শুরু হবে।

গত ১৯ জানুয়ারি সংসদের শীতকালীন ও বছরের প্রথম অধিবেশন শুরু হয়। গত ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলার পর ১০ ফেব্রুয়ারি পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়।

ইতোমধ্যে এ অধিবেশনের ১৩ কার্যদিবস অতিবাহিত হয়েছে। এর মধ্যে সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশন হিসেবে শুরুর দিন গত ১৯ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেন। পরদিন ২০ জানুয়ারি নিয়ম অনুযায়ী তার ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন এবং প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়।

গত ৪ ফেব্রুয়ারি পর্যন্ত রাষ্ট্রপতির ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার ১২তম দিন অতিবাহিত হয়েছে।

সংসদ কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৪৫ ঘণ্টা আলোচনার কথা রয়েছে। আর দশম সংসদের চলতি অধিবেশন আগামী ৫ মার্চ পর্যন্ত চলার কথা রয়েছে।



মন্তব্য চালু নেই