বিকেলে গ্রেফতার, রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত
মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহজালাল মিজি (২৮) নামে মামলার পলাতক এক আসামি নিহত হয়েছেন। রোববার রাত ৩টার দিকে সদরের বৈখর ময়নামোল্লার কাঠ বাগান এলাকায় এ ঘটনা ঘটে। মুন্সিগঞ্জের পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানান, রোববার বিকেলে শাহজালাল মিজিকে মুন্সিগঞ্জ শহর থেকে গ্রেফতার করা হয়। তাকে নিয়ে রাতে অস্ত্র উদ্ধারে মুন্সিগঞ্জ সদরের বৈখর ময়নামোল্লার কাঠ বাগানে যায় পুলিশ।
এক পর্যায়ে শাহজালাল বাহিনী পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। এ সময় শাহজালাল মিজি নিহত হন।
এ সময় আহত হয়েছেন এসআই মো. হেমায়েত মোল্লা (৩৭), কনস্টেবল মোহাম্মদ সোহেব মিয়া (২৫) ও সোহরাব হোসেন (২৮)। ভোর ৪টার দিকে তাদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে দু’টি পিস্তল, দু’টি চাইনিজ কুড়ালসহ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। শাহজালাল ২২ মামলার পলাতক ও ৭ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তার লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
মন্তব্য চালু নেই