বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই
রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছী গ্রামে রুস্তম আলী নামে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রুস্তম আলী চারঘাট উপজেলার চামটা এলাকার মহসিন আলীর ছেলে।
শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে সরদহ রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে। শনিবার এ বিষয়ে চারঘাট থানায় ছিনতাইয়ের মামলা দায়ের করা হয়।
মামলার এজাহারে বলা হয়, রুস্তম আলী হলিদাগাছীর নিজের বিকাশ চেম্বার থেকে রাত সাড়ে ১২টার দিকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। সরদহ রেলস্টেশন এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তার কাছে থাকা নগদ এক লাখ ২০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় তারা।
পরে গুরুতর আহত অবস্থায় রুস্তম আলীকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেন পথচারীরা। সেখান থেকে পরিবারের লোকজন রাতেই রুস্তম আলীকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে তিনি চারঘাট মডেল থানায় একটি ছিনতাইয়ের মামলা দায়ের করেছেন।
রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। পাশাপাশি ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য চালু নেই