বিকালে সংবাদ সম্মেলন ডেকেছেন অর্থমন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বেসকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডেকেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার বিকালে সিলেট সার্কিট হাউজে সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী।

স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে নতুন পে-স্কেল ঘোষণার পর থেকে আন্দোলনে আছেন দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

অন্যদিকে বেসকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের টিউশন ফির ওপর ভ্যাট আরোপের প্রতিবাদে আন্দোলন করছে।

এতদিন ভ্যাট প্রত্যাহারের দাবিতে ছোট ছোট কর্মসূচি পালন করলেও বুধবার বিকাল থেকে রাজধানীতে বড় ধরনের বিক্ষোভ শুরু করে।

বৃহস্পতিবার সকাল থেকে অনেকগুলো পয়েন্টে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। এর ফলে রাজধানী রীতিমতো ধমকে গেছে।এর ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

এসব বিষয় নিয়ে অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে কথা বলবেন বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই