বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিএসএফের গুলিতে মহিবুর রহমান (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুইজন।
শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত মহিবুর রহমান গোড়ল ইউনিয়নের সীমান্তবর্তী মালগাড়া গ্রামের নজু প্রামাণিকের ছেলে। পেশায় তিনি একজন গরু ব্যবসায়ী।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সীমান্তের ৯১৫ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের ৮ নম্বর সাব-পিলারের কাছ থেকে গরু আনার সময় কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। এসময় গুলিতে মহিবুর রহমান নিহত হন। আহত হন আরো দুই বাংলাদেশি। পরে তাদের সঙ্গীরা হতাহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক বজলুর রহমান হায়াতী বলেন, এ ঘটনার প্রতিবাদে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।
মন্তব্য চালু নেই