‘বিএনপি সংশয় ব্যাধিতে ভুগছে’

বিএনপি সংশয় ব্যাধিতে ভুগছে, সব ব্যাপারে তাদের সংশয় কাজ করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার দুপুরে রাজধানীর মিরপুরে রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনের ঘোষণা দিয়েছে, ভালো কথা, তাহলে মাঠ নামতে হবে, আমরাও আন্দোলন করেছি, রাজপথে নেমেছি। আমরা কিন্তু ঘরে বসে থাকিনি। বিএনপির রাজপথের নামার বিষয়ে তিনি বলেন, বিএনপির লিস্ট অনুযায়ী পাঁচশো ৯৫ জন আগে রাজপথে নামুন। সাধারণ মানুষের রাজপথে নামার ইচ্ছে নাই। আপনাদের নামতে হবে। বিএনপির রাস্তার নামার কোনো যোগ্যতা নেই বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।

বিএনপির সঙ্গে সংলাপে বাসা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, বসার প্রয়োজন হলে বসবো। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপি। বিএনপি বলেছে তারা খুশি। এর মধ্যে এমন কি হলো তারা অখুশি প্রকাশ করেছে। রাষ্ট্রপতি নিজেই তাদের সঙ্গে সংলাপ করেছেন। সংলাপ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আম‍ার পক্ষে কিছুই বলা সম্ভব না।



মন্তব্য চালু নেই