বিএনপি নেতা তরিকুল গুরুতর অসুস্থ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি রাজধানীর শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দুদিন আগে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখনো তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। তবে তার অবস্থার অবনতি হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তরিকুল ইসলাম ঠিক মতো ঘুমাতে পারছেন না। হৃদপিণ্ডে সমস্যা, কিডনি জটিলতা, ডায়াবেটিস ও অ্যাজমাও রয়েছে তার। এ ছাড়া ৯ কেজি ওজন কমে গেছে।
এর আগে গত ১১ জুলাই অসুস্থাবস্থায় তরিকুলকে ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি করা হয়। চিকিৎসকদের অনুমতি নিয়ে ঈদের দুদিন আগে স্বজনরা তাকে বাসায় যায়।
মন্তব্য চালু নেই