ব্রাশফায়ারে জেএসএস নেতাসহ নিহত ৩

রাঙামাটিতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নেতাসহ তিন জন নিহত হয়েছেন।

শনিবার রাত আড়াইটার দিকে শহরের রাঙাপানির লেমুছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জেএসএস মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেএসএসের সামরিক শাখার দায়িত্বে থাকা শহরের আনন্দ বিহার এলাকার সুপ্রিয় চাকমা (৫০), রাঙাপানি এলাকার মলয় চাকমা (২৮) ও জুরাছড়ি উপজেলার শিশু অরণ্য চাকমা (১০)।

পুলিশ জানায়, ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

রাঙামাটির সহকারী পুলিশ সুপার (এএসপি) শহীদুল্লাহ জানান, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

জেএসএসের সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা জানান, তিনি শনিবার রাতে ঢাকা থেকে এসেছেন। তাই বিষয়টি তিনি পুরোপুরি জানেন না। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।



মন্তব্য চালু নেই