বিএনপি নালিশের রাজনীতি করছে : কাদের
ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি বিদেশিদের কাছে এখন নালিশের রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ির রামগড়ে নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে রামগড় বাস টার্মিনাল চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় যোগ দেন মন্ত্রী।
তিনি বলেন, বিদেশিদের কাছে করা এসব নালিশে কোনো লাভ হবে না।
সরকার পার্বত্য অঞ্চলের উন্নয়নের জন্য বদ্ধ পরিকর জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনের আগে পার্বত্য চুক্তির ৯০ শতাংশ বাস্তবায়ন করা হবে।
এর আগে রামগড় বাস টার্মিনাল চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় যোগ দেন মন্ত্রী।
মন্তব্য চালু নেই