‘বিএনপি জাম্বো সাইজের কমিটি নিয়ে রাজধানীতে মিছিল করে সাহস দেখাক’

বিএনপির জাম্বো সাইজের কমিটির ৫৯৬ জন সদস্যকে সাহস থাকলে রাজধানীতে মিছিল করে সাহস প্রদর্শনের আহবান জানিয়েছেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় আগামী তিন মাস আওয়ামীলীগ ঘর গোছানোর কাজ করবে বলেও জানান মন্ত্রী।

মঙ্গলবার বেলা এগারটার দিকে সাভারের হেমায়েতপুরে বিআরটিএ এর ভ্রাম্যমান আদালতের কাজসহ মহাসড়কের পাশে উচ্ছেদ করা ফুটপাত পরিদর্শনে এসে সংবাদকর্মিদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী জানান আওয়ামীলীগের অভ্যন্তরীন সমস্যা নিরসনে আগামী তিন মাস কাজ করা হবে উল্লেখ করে মন্ত্রী এসময় দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তিন সাংসদকে তলব করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

বিএনপির জাম্বো সাইজের কমিটি ঘোষনা করা হলেও কোন কার্যক্রম চোখে পরে না জানিয়ে সাহস থাকলে কমিটির সদস্যদের নিয়ে রাজধানীতে মিছিল করার আহবান জানান মন্ত্রী।

পরিদর্শনকালে এসময় স্থানীয় সাংসদ ডা: এনামুর রহমান, বিশিষ্ট কলামিষ্ট আবুল মকসুদ, স্থানীয় ইউপি সদস্য ফখরুল আলম সমরসহ স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মিরা এসময় উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই