এই ফোনটি দেখলে না কিনে থাকতে পারবেন না!

অনেকেই এই সংস্থার ফোনকে ‘চাইনিজ আইফোন’-এর তকমা দেন। সাধ্যের মধ্যে এত ফিচার! অল্প দিনেই ভারতের বাজারে সাড়া ফেলে দিয়েছে চিনা স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা শিয়াওমি। এহেন শিয়াওমি এ বার বাজারে আনল MiMix। এই ফোনের বিশেষত্ব হল, এই ফোনটি দেখলে মনে হবে শুধু একটি বিশাল মাপের স্ক্লিন।

বাজারে এই মুহূর্তে যত স্মার্টফোন রয়েছে, তার মধ্যে একেবারেই আলাদা রকম দেখতে শিয়াওমি MiMix। স্মার্টফোনের ভিড়ে আপনি ঠিক চিনে নিতে পারবেন। কারণ, ৬.৪ ইঞ্চির ফোনটির ৯১.৯ শতাংশ জুড়ে রয়েছে স্ক্রিন। ২০৪০x১০৮০-র স্ক্রিন রেজলিউশন একটু বেশিই। ফলে গুগল ক্রোম. ইনস্টাগ্রাম ও ফেসবুক করতে সুবিধা হবে। এছাড়াও থাকছে ১৬ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের এই ফোনে থাকছে ৪জি-র সুবিধেও।-এই সময়



মন্তব্য চালু নেই