বিএনপি ইয়াহিয়ার বংশধর

‘বিএনপি ইয়াহিয়া খানের বংশধর। তারা খাওয়া পার্টি। তারা সব সেক্টরেই দুর্নীতি করেছে। দেশের উন্নয়নের ধারা নষ্ট করেছে। জঙ্গিবাদ সৃষ্টি করেছে। দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।’

শুক্রবার বেলা ১২টার দিকে টুঙ্গীপাড়ায় মাজার কমপ্লেক্সে বিভিন্ন প্রকল্প উদ্বোধনের পর সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।

শেখ হাসিনা বলেছেন, পদ্মাসেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। দুর্নীতির অপবাদ দেয়া হয়েছে। আমি প্রতিবাদ করেছি। শেষ পর্যন্ত নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে। ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করা হবে।’

দক্ষিণাঞ্চলের উন্নয়নের সূত্র ধরে রামপাল বিদ্যুৎকেন্দ্রে প্রসঙ্গে তিনি বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য এরইমধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। রামপাল বিদ্যুৎকেন্দ্রের কাজ চলছে। দক্ষিণাঞ্চল উন্নয়ন বঞ্চিত ছিল। আমরা ক্ষমতায় আসার পর এই এলাকার উন্নয়ন হচ্ছে।’

এর আগে প্রধানমন্ত্রী টুঙ্গীপাড়া পাঁচ এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্রসহ ৭টি প্রকল্পের উদ্বোধন করেন।

শুক্রবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী একটি বিশেষ বিমানে ঢাকা থেকে রওয়ানা হয়ে ১০টা ১৫ মিনিটে টুঙ্গিপাড়া পৌঁছান। সেখানে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

প্রকল্পগুলো হলো-টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া উপজেলার ১০ হাজার পরিবারের বিদ্যুৎ সংযোগ প্রদান, টুঙ্গীপাড়া উপজেলা পরিষদ ভবনে স্থাপিত ৩০ কিলোওয়াট সোলার প্যানেল, কোটালীপাড়া উপজেলাধীন রাজাপুর খেয়াঘাট-জহরেরকান্দি সড়কে ৩৯ মিটার গার্ডার ব্রিজ নির্মাণ।

এছাড়া কোটালীপাড়া উপজেলাধীন পূর্ব লাটেঙ্গা-পশ্চিম লাটেঙ্গা সড়কে ভাঙ্গারহাট খালের উপর ১৭ মিটার আরসিসি গার্ডার ব্রিজ, কোটালীপাড়া উপজেলাধীন বান্ধাবাড়ী ইউনিয়ন পরিষদ ভাই ভাই বাজার সড়কের ৩০ মিটারের বেশি আরসিসি গার্ডার ব্রিজ এবং টুঙ্গিপাড়া উপজেলা সোনালী ব্যাংকের নিজস্ব ভবন উদ্বোধন করেন তিনি।



মন্তব্য চালু নেই