বিএনপির সাথে ঐক্য হলেও ৫ মিনিটেই ভেঙে যাবে

বিএনপির সাথে ঐক্য হলেও তা ৫ মিনিটেই ভেঙে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাসদ আয়োজিত কর্নেল তাহেরের ৪০তম হত্যা দিবসের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নাসিম বলেন, ‘টকশোতে শুনি, সেখানে ঐক্যের কথা বলা হয়। ঐক্য তো আমরা করতে চাই। সেটা জনগণকে নিয়ে। কারণ বিএনপির সাথে ঐক্য করলে ৫ মিনিটেই ভেঙে যাবে। তবে কেন লোক দেখানো সে ঐক্য করবো? আমরা জনতার ঐক্যে বিশ্বাস করি। তাদের নিয়েই আমরা ঐক্য করেছি। যার একত্তোরের খুনিদের সাথে হাত মিলিয়েছে তাদের সাথে ঐক্য হতে পারে না।’

তিনি বলেন, ‘গুলশানে হামলার পর দেশবাসীকে ঐক্যের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। এরপর বিএনপি নেত্রী খালেদা জিয়া ঐক্যের কথা বলেছেন। ঐক্যের কথা বলে একেক সময় একেক বক্তব্য দিয়েছেন। কখনও বলেছেন গুলশানের ঘটনা রক্তাক্ত অভ্যুত্থান। আবার কখনও সরকার উৎখাতের কথা বলেছেন। এভাবে ভিন্ন কথা বললে ঐক্য হয় কি করে? আর যাই হোক তাদের মত খুনি-দোষরদের সাথে ১৪ দল ঐক্য করতে পারে না।’

জাসদের সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের সাধারণ সস্পাদক শিরিন আক্তার, কর্নেল তাহেরের স্ত্রী ও সাংসদ লুৎফা তাহের, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলিপ বড়ুয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপাক ড. আনোয়ার হোসেন প্রমুখ।



মন্তব্য চালু নেই