বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে নেতাদের সন্তান-নিকটাত্মীয়দের ছড়াছড়ি

কাউন্সিলের প্রায় সাড়ে ৪ মাস পর শনিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বিএনপির এ নতুন নির্বাহী কমিটিতে দলের শীর্ষ নেতাদের সন্তান ও নিকট আত্মীয়দের ছড়াছড়ি লক্ষ্য করা গেছে।

নতুন এ কমিটি পর্যালোচনা করে দেখা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন। এছাড়া সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী, স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী সাহিদা রফিক, সাবেক মন্ত্রী হারুনুর রশিদ খান মুন্নুর মেয়ে আফরোজা খান, সাবেক প্রতিমন্ত্রী আবদুল মান্নানের জামাতা নাসির উদ্দিন আহেমদকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়েছে।

মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমিন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুন রায় চৌধুরী, বন্দী অবস্থায় মারা যাওয়া নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর স্ত্রী নাসিমা আখতার, স্থায়ী কমিটিতে স্থান পাওয়া সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ, প্রয়াত হুইপ জাহেদ আলী চৌধুরীর ছেলে ফাহিম চৌধুরী, প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আবদুল হামিদ ডাবলু, সাবেক গৃহায়ন প্রতিমন্ত্রী আলমগীর কবিরের ভাই আনোয়ার হোসেন নতুন কমিটিতে সদস্যপদ পেয়েছেন।

স্থায়ী কমিটির আরেক সদস্য মুহাম্মদ জমিরউদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমিরকে করা হয়েছে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে মহিলা বিষয়ক সহ-সম্পাদক এবং আব্বাসের ছোট ভাই মির্জা খোকনকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।

এছাড়া স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে অপর্ণা রায় প্রান্তিককেও জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক পদ পেয়েছেন।

উল্লেখ্য, শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কমিটিতে স্থান পাওয়া নেতাদের নাম ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে ১৯ স্থায়ী কমিটির মধ্যে ১৭ সদস্যের নাম, ৭৩ জন উপদেষ্টা, ৩৫ জন ভাইস চেয়ারম্যানসহ মোট ৫০২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।



মন্তব্য চালু নেই