বিএনপির নেতাদের ডিমেনশিয়া হয়েছে : হাছান মাহমুদ

‘বিএনপি নেতাদের হনুমানের রোগ হয়েছে’ এমন সন্দেহ করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘শুধু ফখরুল নয় বিএনপির আরো অনেক নেতাই জয় সম্পর্কে মন্তব্য করেছেন। এই নেতাগুলোর কথাবার্তা শুনলে মনে হয় তাদের ডিমেনশিয়া রোগ হয়েছে।’

রোববার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘বুড়ো হলে মানুষের এই রোগ হয়। শুধু বুড়ো মানুষেরই নয়, এটা হনুমান বুড়ো হলে তাদেরও হয়। অতএব বিএনপি নেতাদের হনুমানের রোগ হয়েছে। ড্যাবের চিকিৎকদের অনুরোধ করবো আপনাদের নেতাদের চিকিৎসা করান।’

জয়কে নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যে তাদের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুধু ফখরুলই নয় তাদের আরো অনেক নেতাই জয়কে নিয়ে মানহানিকর মন্তব্য করেছেন। এই জন্য যে কেউ তার ব্যক্তিগত জায়গা থেকে মামলা করতে পারেন।’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের বিতর্কিত বক্তব্যের বিষয়ে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘এইচটি ইমাম কী বলেছেন ব্যক্তিগতভাবে তা আমি পড়িনি। এ বিষয়ে কিছু জানি না। তাই কোনো মন্তব্য করতে পারবো না।’

হাছান মাহমুদ বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমানের ভূমিকা ও পরবর্তীতে রাজাকারদের সহযোগিতার কারণে ইতোমধ্যে জনমনে প্রশ্ন জেগেছে তার বীর উত্তম খেতাব কেড়ে নেয়া হবে কি না।’

সজীব ওয়াজেদ জয়কে পৃথিবীর অন্যতম কম্পিউটার বিজ্ঞানী উল্লেখ করে তিনি বলেন, ‘জয় হারভার্ড বিশ্ববিদ্যালযের গ্র্যাজুয়েট। তিনি বাংলাদেশের অহঙ্কার। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় বরং বাস্তব। সেটা সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকেই এসেছে। বিএনপির নেতাদের তার সম্পর্কে কথা বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখে নেয়া উচিত।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ফরিদুর নাহার লাইলি, শিল্প বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, উপ-দপ্তর সম্পাদক অসিম কমার উকিল, সুজিত রায় নন্দি, এসএম কামাল হোসেন প্রমুখ।



মন্তব্য চালু নেই