বিএনপির নতুন স্থায়ী কমিটির প্রথম বৈঠক কাল

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক আহ্বান করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আজ বুধবার বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন।

শায়রুল কবির খান জানান, নতুন কমিটি গঠনের পর দলের জাতীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক এটি। এতে স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

সভায় কী নিয়ে আলোচনা হতে পারে জানতে চাইলে শায়রুল কবির জানান, দেশের সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হতে পারে। তবে ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা হবে, তা আগে থেকে জানা যায় না বলে মন্তব্য করেন তিনি।

আগামী শনিবার ২০-দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেদিন রাত ৮টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২১ জুলাই দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

গত ৬ আগস্ট দুই নতুন মুখ যুক্ত করে স্থায়ী কমিটির ১৭ সদস্যসহ পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করে বিএনপি। নির্বাহী কমিটির আকার বাড়িয়ে করা হয় ৫০২ সদস্যের।



মন্তব্য চালু নেই