বিএনপির তিস্তা অভিমুখে লংমার্চে খেলাফত মজলিসের সমর্থন

বিএনপির তিস্তা অভিমুখে লংমার্চ কর্মসূচিকে সমর্থন জানিয়েছে খেলাফত মজলিস।

খেলাফত মজলিস’র আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের এক বিবৃতিতে বলেন, ভারত ফারাক্কা বাঁধের মাধ্যমে বাংলাদেশের উত্তরাঞ্চলকে প্রায় মরুভূমিতে পরিণত করেছে। টিপাইমুখ বাঁধের মাধ্যমে সিলেট অঞ্চলকে ধ্বংসের পাঁয়তারা করছে। তিস্তা নদীর পানি আটকে রেখে বাংলাদেশকে পানির প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করছে দেশটি।

বিবৃতিতে তারা বলেন, এভাবে অভিন্ন নদীর পানি আটকে রাখা আন্তর্জাতিক পানি আইন অনুযায়ী মারাত্মক অপরাধ। ভারতের এ অন্যায় পানি আগ্রাসনের বিরুদ্ধে জাতীয়ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।

বিবৃতিতে নেতৃদ্বয় ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে বিএনপি আহূত দুই দিনের লংমার্চ কর্মসূচিকে সফল করতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। সেই সাথে জাতীয় স্বার্থে এ কর্মসূচিতে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে তারা সরকারের প্রতিও আহ্বান জানান।



মন্তব্য চালু নেই