বিএনপির জন্য প্রতিবেশিরা কাজে আসবে না: কামরুল
খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, প্রতিবেশী বা পশ্চিমা কোনো বন্ধুই বিএনপির কাজে আসবে না। এ দেশের জনগণই প্রকৃত বন্ধু, তারাই কাজে আসবে। তবে বিএনপি ইতোমধ্যেই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আজ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মুজিব সেনা ঐক্যলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সংগঠনের সভাপতি এইচ এম আসাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
ভারতের নতুন সরকার তিস্তা চুক্তি সম্পন্ন করবে কিনা- এমন প্রশ্নের উত্তরে পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ এখন দুর্বল অবস্থানে নেই, যথেষ্ট সুদৃঢ় অবস্থানে রয়েছে। ভারতের সঙ্গে আমরা যখনই কোনো আলোচনা করব, সমমনা দেশ হিসেবে করব। উদীয়মান অর্থনৈতিক দেশ হিসেবে বাংলাদেশকে ভারতের এখন প্রয়োজন।’
পানিসম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘তিস্তাসহ বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত সব ইস্যু এই নতুন সরকার সমাধান করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা নবনির্বাচিত সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে ইস্যুগুলো সমাধানের পথে নিয়ে যাব।’
মন্তব্য চালু নেই