বিএনপিকে বিরোধীদল বলায় তোপের মুখে তাজুল
মুখ ফসকে বিএনপিকে বিরোধী দল বলায় বুধবার সংসদে তোপের মুখে পড়েন কুমিল্লা-৯ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তাজুল ইসলাম। এসময় জাতীয় পার্টির সদস্যরা তাৎক্ষণিক তীব্র আপত্তি দেখান।
বুধবার সংসদ অধিবেশন চলাকালে প্রশ্ন করতে গিয়ে এমন ভুল করেন তাজুল।
এসময় জাপা সদস্যরা টেবিল চাপড়ে আপত্তি তোলেন। পরে প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রশ্নকর্তাকে ‘সতর্ক’ করে দিয়ে বলেন, ‘তাদের অপকর্ম ও ভুল সিদ্ধান্তের কারণে তারা এখন না পার্লামেন্টে না বাইরে। সংসদীয় গণতন্ত্রে তারাই বিরোধীদল যারা পার্লামেন্টে বিরোধী আসনে বসে। যেহেতু বিএনপি দীর্ঘদিন বিরোধী দল ছিল, তাই সবার মুখে চলে আসে। এখন তারা বিরোধী দল না, খালেদা জিয়া বিরোধী দলের নেতা না। তিনি একটা রাজনৈতিক দলের নেতা। ভবিষ্যতের জন্য এ বিষয়ে সতর্ক হোন।’
বিএনপি-জামায়াত জোটের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে’ সবাইকে পাড়া মহল্লায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘পাহারা’ দেয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।
মন্তব্য চালু নেই