বিএনপিকে ফরমালিন দিয়ে তাজা রেখেছি : প্রধানমন্ত্রী
বিএনপি নির্বাচনে না যাওয়ায় পচে গেছে। তাদের এখন ফরমালিন দিয়ে তাজা রাখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত জাপান সফর পরবর্তি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৌতুকচ্ছলে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগ আরো পচলে আমরা আন্দোলেনে যাব- সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যে প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধানমন্ত্রী বলেন, ‘ইলেকশনে না এসে বিএনপি নিজেই পচে গেছে। আমরা এখন বিএনপিকে ফরমালিন দিয়ে তাজা রাখছি। না হলে তাদের এতো কথা আসে কোত্থেকে।’
বর্তমান সরকারের বৈধতা নিয়ে বিএনপি প্রশ্ন তুলছে। এ প্রসঙ্গে এক প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যে দলের জন্ম অবৈধভাবে, তারা কীভাবে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। যাদের জন্ম অবৈধভাবে, তারা সব কিছু অবৈধ দেখে।’
এরপর ইতিহাস টেনে তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর মোশতাক আহমেদের হাত ধরে জিয়াউর রহমানের ক্ষমতায় যাওয়ার ইতিহাস সবাই জানে। এটা ভুলে গেলে চলবে না। সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন করে কে বা কারা? তাদের বৈধতা কী? তাদের দলের ইতিহাস কী? বৈধতার প্রশ্ন যাদের জন্মে, তারা সরকারেকে কীভাবে অবৈধ বলে? ৪০ ভাগ ভোটার ভোট দেয়ার পর কেন নির্বাচন বৈধ হবে না।’
বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্ধেকের বেশি প্রার্থী নির্বাচিত হওয়ার বিষয়টি সংবিধানেই রয়েছে। আর ওইসব আসনে প্রতিদ্বন্দ্বী না থাকার জন্য বিএনপিকে দায়ী করে শেখ হাসিনা বলেন, ‘উনারা এলেই তো হতো। নির্বাচন না করার সিদ্ধান্ত বিএনপির। কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তি যদি ভুল সিদ্ধান্ত নেয়, সে ভুলের খেসারত তাদেরকে দিতে হবে। জনগণ কেন এর খেসারত দিবে?’
জাপান সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘জাপান সফর সফল হয়েছে। এ সফরের মধ্য দিয়ে জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। সফরকালে দুই দেশ যৌথ ইশতেহারে সই করেছি। জাপানের দেয়া ৬শ কোটি ডলার উন্নয়ন কাজে ব্যয় করা হবে।’
তিনি জানান, জাপানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। সফরকালে দুই দেশের মধ্যেকার দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের অর্জন নিয়ে কথা বলেন। জাপানের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ মে চারদিনের সরকারি সফরে জাপান যান প্রধানমন্ত্রী। তার সফরসঙ্গী ছিলেন ১০৯ জন। সফরকালে জাপানের সম্রাট আকিহিতো, প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্তব্য চালু নেই