বিএনপিকে নাসিমের পরামর্শ
মাথা গরম না করে মাথা ঠাণ্ডা রেখে বিএনপিকে দল গোছানোর পরামর্শ দিলেন স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘জ্বালাও পোড়াও, নৈরাজ্য করে কোনো লাভ নেই। এর চেয়ে দল গুছিয়ে ২০১৯ সালের নির্বাচনের জন্য প্রস্তুত হোন। এর আগে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই।’
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যায়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে(টিএসসি) গণতন্ত্র অবরুদ্ধ দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি ছাত্রলীগকে উদ্দেশ করে বলেন, ‘যেসব কর্মী সংগঠনের নিয়ম মানে না তাদের সংগঠন থেকে বাদ দিন। ছাত্রলীগের নিয়ম ভঙ্গকারী কর্মীর দরকার নেই। ছাত্রলীগের কর্মী হবে মেধাবী, শিল্পী, গায়ক, কবি, সাহিত্যিক। তারা কেবল পরিষ্কার রাজনীতির চর্চা করবে।’
ঢাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলার সম্পর্কে বলেন, ‘যারা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে তাদের সংগঠন থেকে বহিষ্কার করায় আমি খুবই খুশি হয়েছি।’ এসময় দুষ্কৃতিকারী ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ায় তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমকে ধন্যবাদ দেন।
বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল সম্পর্কে নাসিম বলেন, ‘ছাত্রদল নামে যে একটি ছাত্র সংগঠন এদেশে আছে তা বাংলাদেশের মানুষ জানেই না। প্রয়োজনের সময় ঠুকিয়েও ছাত্রদলকে পাওযা যায় না।’
আলোচনা সভায় ছাত্রগীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পরিচালনায় ও বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, সাবেক সাধারণ সম্পাদক, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু, সাজ্জাদ সাকিব বাদশ প্রমুখ।
মন্তব্য চালু নেই