বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল সাতটায় এ জামাত অনুষ্ঠিত হয় । গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা ঈদুল ফিতরের প্রথম জামাতে শরীক হন এই জাতীয় মসজিদে।
প্রথম জামাতের ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। এতে মোয়াজ্জিন ক্কারী কাজী মাসুদুর রহমান মুকাব্বিরের দায়িত্ব পালন করেন।
নামাজ শেষে কোলাকুলি করে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। বায়তুল মোকাররমে ঈদের জামাতকে ঘিরে র্যাব পুলিশসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর রয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ (শনিবার) ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সকাল সাতটায় প্রথম জামাতের ধারাবাহিকতায় সকাল আটটায় দ্বিতীয়, সকাল নয়টায় তৃতীয়, সকাল দশটায় চতুর্থ এবং সর্বশেষ বেলা ১০টা ৪৫ মিনিটে পঞ্চম এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে।
মন্তব্য চালু নেই