বাড়ির আঙিনায় পশু জবাই করা যাবে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, নিজের বাড়ির আঙিনায় কোরবানির পশু জবাই করা যাবে।
বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
সাঈদ খোকন বলেন, কেউ যদি নিজ বাড়ির আঙিনায় পশু জবাই করতে চান সেটাও করতে পারবেন। সিটি করপোরেশনের পক্ষ থেকে কোন বাধা নেই। তবে কোরবানির বর্জ্য অবশ্যই নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কোরবানির বর্জ্য ব্যবস্থপানা সম্পর্কে তিনি বলেন, কোরবানির ঈদ সাধারণত তিন দিন হয়ে থাকে। তাই তিন দিনই পশু জবাই করা হয়ে থাকে। ঈদের তিনদিন সন্ধ্যার মধ্যেই বর্জ্য অপসারণ করা হবে।
মেয়র বলেন, আমরা কোরবানি পশু জবাইয়ের জন্য স্থান নির্দিষ্ট করে দিয়েছি। যাতে বর্জ্য দ্রুত অপসারণ করা যায়। সেখানে পর্যাপ্ত পানি ও আনুসাঙ্গিক জিনিসপত্রের ব্যবস্থা রাখা হয়েছে। তবে কেউ যদি নিজের আঙিনায় পশু জবাই করতে চান সেটাও করতে পারবেন।
তিনি আরো বলেন, ‘আমাদের দক্ষিণ সিটি করপোরেশনের ওয়েবসাইটে ‘অভিযোগ বক্স’ আছে। যদি কেউ কোন অভিযোগ করতে চান তাহলে সেই বক্স এ করতে পারেন। আমরা তার যথাযথ ব্যবস্থা নেব।
মন্তব্য চালু নেই