বাড়িতে ময়লার ব্যাগ সরবরাহের ঘোষণা সাঈদ খোকনের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার প্রতিটি বাড়িতে ময়লা ফেলার ব্যাগ সরবরাহের ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মেয়র সাঈদ খোকন। পাশাপাশি ঢাকা দক্ষিণের সব রাস্তা ও গলিতে স্ট্রিট লাইট লাগানোরও ঘোষণা দেন তিনি।

শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

সাঈদ খোকন বলেন, ‘কয়েকদিনের মধ্যেই ঢাকা দক্ষিণের ১ লাখ ৪৩ হাজার বাড়িতে ময়লা ফেলার জন্য বড় বড় ব্যাগ দেওয়া হবে। লোকজন তাতে ময়লা ফেলবেন। এতে যেখানে-সেখানে আবর্জনা ফেলা বন্ধ হবে। ফলে পাশাপাশি পরিবেশ দূষণ রোধ হবে।’

নগরবাসীর সহযোগিতা থাকলে আগামীতে বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।



মন্তব্য চালু নেই