বাস্তবে ‘ম্যাজিক কার্পেট’-এ আলাদিন (ভিডিও)

টেলিভিশন, সিনেমা বা গল্পে নয়, বাস্তবেই দেখা গেছে রূপকথার আলাদিনকে। ইসরাযেলের রাজধানী তেল আবিবের রাস্তায় আলাদিনকে ‘ম্যাজিক কার্পেট’-এ করে দ্রুত চলে যেতে দেখা গেছে।
আলাদিনের ‘ম্যাজিক কার্পেট’-এ চড়ার দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন এক মোটরসাইকেল আরোহী। ২৩ মার্চ ফেসবুকে ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওটি অনলাইনে বেশ আলোড়ন তোলে।
ভিডিওধারণকারী আভিয়াদ রোজেনফিল্ড ফেসবুকে লেখেন, “আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, মাত্র আলাদিনকে তার কার্পেটে করে আলেনবির রাস্তায় চলে যেতে দেখলাম।”
ভিডিওটিতে দেখা যায়, একজন তরুণ- যার পরনে বেগুনি রঙের ওভারকোট, সাদা পাঞ্জাবি, তালি লাগানো সাদা পায়জামা, পায়ে স্যান্ডেল্- মোটরচালিত বেগুনি রঙের ‘ম্যাজিক কার্পেট’ চালিয়ে যাচ্ছেল।
তার হাতে ম্যাজিক কার্পেটের রিমোট। ১৯৯২ ডিজনি ওয়ার্ল্ডের ব্লকব্লাস্টার অ্যানিমেটেড চরিত্র আলাদিনের মতোই সাজসজ্জা এই তরুণের। ইহুদি ধর্মীয় উৎসব ‘পুরিম’ উদযাপন করতে তরুণটি আলাদিনের সাজসজ্জা নেয়।

ভিডিও:
https://youtu.be/IY6fZjRQygw































মন্তব্য চালু নেই