বাসের ধাক্কায় ঢাকা কলেজের শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর ওয়ারি ধানাধীন টিকাটুলি এলাকায় ঘাতক বাসের ধাক্কায় আরিফুল ইসলাম (২২) নামের ঢাকা কলেজের এক শিক্ষার্থীর নির্মম মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুলের বাবার নাম মো. ওয়াদুদ আহমেদ।
ওয়ারি থানার সহকারী পরিদর্শক (এএসআই) মোহাম্মদ নোমান জানিয়েছেন, সকাল ১১টার দিকে টিকাটুলির ইত্তেফাক মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি বাস আরিফুলকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
চিকিৎসাধীন অবস্থায় ১১টা ৪০ মিনিটে আরিফুলের মৃত্যু হয়। তার পকেটে থাকা আইডি কার্ড (পরিচয়পত্র) থেকে জানা যায়, তিনি ঢাকা কলেজের শিক্ষার্থী।
মন্তব্য চালু নেই