বাসায় লাইভ বিড়ম্বনার ভিডিও ভাইরাল

বাসা থেকে অফিসের কাজ করা সব সময়ই কঠিন। এরপরে বাসায় যদি কোনো শিশু থাকে, তাহলে তো কথায় নেই।

বিবিসি নিউজের একটি লাইভ সম্প্রচারের সময় এমনই একটি বিড়ম্বনার ঘটনা ঘটেছে, যা সোস্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

ওই ভিডিওটিতে দেখা যায়, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদ থেকে পার্ক গিউন-হেইকে অভিশংসনের পক্ষে উচ্চ আদালতের রায়ের পর এ নিয়ে লাইভ সাক্ষাৎকার দিচ্ছিলেন দেশটির বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট কেলি।

এক পর্যায়ে হলুদ জামা পরিহিত তার এক শিশু সেখানে ঢুকে পড়ে। পেছনে হাত দিয়ে শিশুটিকে বের হয়ে যেতে বলে। এরই মধ্যে কক্ষে আরও এক শিশুর আগমন।

এবারে অধ্যাপক দর্শকদের কাছে অনাকাঙ্ক্ষিত বিঘ্ন ঘটানোর জন্য দুঃখপ্রকাশ করেন। তবে এক নারী এসে দুই শিশুকে নিয়ে যান।

অধ্যাপক যেন এবার হাফ ছেড়ে বাঁচলেন। মুখে তার মৃদু হাসি। এরপর সফলভাবেই রবার্ট কেলি শেষ করেন সাক্ষাৎকার।

৪৩ সেকেন্ডের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ইউটিউবে ৩০ লাখের বেশি বার দেখা হয়েছে। এছাড়া ফেসবুকে দেখা হয়েছে ১০ মিলিয়নেরও বেশি বার। শেয়ার হয়েছে ১ লাখের বেশি।



মন্তব্য চালু নেই