বাসায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, শিশুসহ আহত ৩
রাজধানীর লালবাগে একটি বাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণে দুই শিশুসহ তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের হাতের কব্জি উড়ে গেছে।
ঢাকেশ্বরী রোডের ৩১/২ নম্বর বাসার দোতলার একটি কক্ষে বুধবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া লালবাগ জোনের সহকারী কমিশনার (টহল) মো. আলাউদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে বিস্ফোরণের আলামত দেখে ধারণা করা হচ্ছে বোমা বানানোর সময় বিস্ফোরণ ঘটেছে।’
এ ঘটনায় বাসার মালিক ও তার ছেলেসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেওয়া হয়েছে বলে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান নিশ্চিত করেছেন।
আহতরা হলেন—আজিমপুর গার্লস স্কুল এ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী মোসাম্মৎ হ্যাপি আক্তার (১৩), তার ছোট ভাই মো. রিপন (৬) ও তাদের মামা বাপ্পী (২৭)। বাপ্পীর ডান হাতের কব্জি উড়ে গেছে। হ্যাপি ও রিপন শরীরে আঘাতসহ দগ্ধ হয়েছেন।
তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
হ্যাপির মা ঝুমু আক্তার দাবি করেছেন, ‘ভাত খাওয়ার সময় রুম হিটার বিস্ফোরিত হয়। এতে তারা আহত হন।’
এদিকে লালবাগ জোনের উপ-কমিশনার (ডিসি) মফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘ওই বাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণে তারা আহত হয়েছে।’
মন্তব্য চালু নেই