বাসায় ঢুকে তিন ভাইবোনকে কুপিয়ে জখম
রাজধানীর শাহজাহানপুরের একটি বাসায় ঢুকে তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত তিনজন ভাইবোন বলে জানা গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার ভোররাতে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন নাহিদ (৩০), রোজি (২৭) ও পলি (২৫)।
প্রতিবেশীরা জানান, তিন-চারজন দুর্বৃত্ত গ্রিল কেটে ঘরে ঢোকে। দুর্বৃত্তদের দেখে ফেলায় তারা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। আহতদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
মন্তব্য চালু নেই