বাল্যবিয়ে করতে গিয়ে বর ও বাবা কারাগারে

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বাল্যবিয়ের চেষ্টার অভিযোগে বর ও তার বাবাকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয়েছে ৪ বরযাত্রীকে। সোমবার বিকেলে উপজেলার সাইলাবুনিয়া গ্রামের কনেবাড়িতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তবিবুর রহমান এ জেল-জরিমানার আদেশ দেন।

জানাগেছে, উপজেলার চালিতাবুনিয়া গ্রামের সুলতান খানের ছেলে বাবুল খানের সঙ্গে সাইলাবুনিয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে নাদিয়ার (১৫) বিয়ের প্রস্তুুতি চলছিল। বিষয়টি খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কনের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।

পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর বাবুল খান ও তার বাবা সুলতান খানকে এক মাসের কারাদন্ডের নির্দেশ দেন। এছাড়া বরযাত্রী টিপু ফকির, অহিদুল ইসলাম, শহিদুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেনকে এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ডাদেশ দেন।



মন্তব্য চালু নেই