বালিয়াডাঙ্গীতে বৈশাখী মেলার নামে অশ্লীল নৃত্য

ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গীর দুওসুও ইউনিয়নের লোলপুকুর স্থাণে বৈশাখী মেলার নামে চলছে অশ্লীল নৃত্য। নিরব প্রশাসন, ধ্বংসের মুখে জাতির ভবিষ্যৎ উঠতি বয়সের ছেলেরা। জাদু সার্কাসের নামে দেহ প্রদর্শন। চলছে র‌্যাফেল ড্র’র নামে প্রতারণা। প্রতারিত এলাকার হাজার হাজার সাধারণ মানুষ।

জেলা প্রশাসকের ১৫ দিনের অনুমতি দেন। কোন অতিথি ছাড়াই নিজেরায় ২০ এপ্রিল এ মেলার উদ্বোধন করে কমিটির লোকজন। মেলায় ৬টি ভ্যারাইটি সোর নামে চলছে বেহায়াপনা, দেহ প্রদর্শন। অশ্লীলতার চেয়ে বেশী কিছু থাকলেও সেটিও হচ্ছে এখানে। যৌন হয়রানী, ধর্ষনের দিকে ঝুঁকে পড়ছে যুব সমাজ।

মেলায় সরেজমিনে গিয়ে চলমান এইচ এস সি পরীক্ষার অনেক পরীক্ষার্থীকে দেখা যায়। মেলার ১৫০ গজ অদুরে লোলপুকুর এতিমখানা, ২’শ গজের কম দুরত্ত্বে ডিএম স্কুল, ২ কিঃ মিটারের মধ্যে বালিয়াডাঙ্গী কলেজসহ আশপাশের এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমুর্তি নষ্ট করছে মেলার পরিবেশ।

এব্যাপারে থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বলেন, আমার হাত পা বাঁধা, ডিসি উর্ধতন কর্মকর্তারা ভাল জানেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তোকির জানান, বিষয়টি আমি জানি। এব্যাপারে জেলা প্রশাসক বরাবরে প্রতিবেদন পাঠান হয়েছে।

জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস বলেন, এদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য চালু নেই