বালিয়াকান্দিতে পুর্ব শত্রুতার জেরে কৃষকের মেহগনি ও কলাগাছ কর্তন

রাজবাড়ীর বালিয়াকান্দি ইউনিয়নের পাইককান্দি গ্রামে পুর্ব শত্রুতার জেরে কৃষক আজাদ শেখের জমির কলা ও মেহগনি গাছ কর্তন করেছে। এব্যাপারে থানায় ৪ জনের বিরুদ্ধে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছে।
পাইককান্দি গ্রামের সব্দাল শেখের ছেলে আজাদ শেখ জানান, তার ক্রয়কৃত ১৭ শতাংশ জমিতে ৪০টি কলা গাছ ও ৩৩ টি মেহগনি গাছ রোপন করে ভোগদখল করে আসছেন। রবিবার সন্ধ্যায় পাইককান্দি গ্রামের আদেল উদ্দিনের ছেলে আঃ খালেক ও খালেকের ছেলে হাফিজ ও নিজা মিলে ৪০টি কলাগাছ ও ৩৩ টি মেহগনি গাছ কর্তন ও বিনষ্ট করে।
এতে তার প্রায় ২লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এব্যাপারে রবিবার রাতেই আজাদ শেখ বাদী হয়ে ৪জনের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করে।
মন্তব্য চালু নেই