বালিয়াকান্দিতে গ্রামীণ সড়কের ব্রীজ ধ্বসে ঝুকি নিয়ে চলাচল

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সোনাইডাঙ্গা ইদ্রিস আলীর বাড়ীর নিকট ব্রীজের মাঝ থেকে ধ্বসে গেছে। ফলে ঝুকি নিয়ে বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করছে।

এলাকাবাসী জানান, উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর খাদ্য গুদাম-কোলারহাট সড়কের সোনাইডাঙ্গা গ্রামের ইদ্রিস আলীর বাড়ীর নিকট ব্রীজের মাঝ থেকে ১৫-২০দিন পুর্বে রাতে ধ্বসে পড়ে রড বেরিয়ে যায়। সকালে লোকজন ব্রীজ ধ্বংস দেখে স্থানীয় চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবুকে অবগতসহ ব্রীজের ধ্বসে পড়া স্থানে নারিকেলের পাতা উচু করে দিয়ে রেখেছে। ওই ধ্বসে পড়া ব্রীজের উপর দিয়েই অটো ভ্যান, নসিমন, করিমনসহ অন্যান্যে যানবাহন চরম ঝুকি নিয়ে চলাচল করছে। তারা দ্রুত ধ্বসেপড়া ব্রীজটি মেরামতের দাবী জানিয়েছেন।

জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু জানান, ব্রীজটি মাঝ খান থেকে ধ্বসে পড়ার পর লোকজন আমাকে জানিয়েছেন। আমি উপজেলা প্রকৌশলীসহ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমকে অবগত করেছি। এ সপ্তাহেই ধ্বসে পড়া ব্রীজটি মেরামত সম্পন্ন করা হবে।



মন্তব্য চালু নেই