বালিয়াকান্দিতে জমিজমা নিয়ে শাশুড়ী-পুত্রবধুকে মারপিট

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর গ্রামে ক্রয়কৃত জমি বুঝে নিতে চাওয়ায় বুধবার সকালে প্রতিপক্ষের হামলায় ২ মহিলা রক্তাক্ত জখম হয়েছে। আহতরা হলেন, উপজেলার বহরপুর গ্রামের সাদেক আলীর স্ত্রী সমেনা (৫০) ও সাহেব আলীর স্ত্রী পারভীন (২৫)। তাদেরকে আহত অবস্থায় বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন পারভীন জানান, দেড় বছর পুর্বে বহরপুর গ্রামের আবজালের নিকট থেকে ৫শতাংশ জমি সাড়ে ৪লক্ষ টাকায় খরিদ করে তার শশুর সাদেক আলী। উক্ত জমি দীর্ঘদিন ধরে বুঝে না দেওয়ায় একাধিকবার বুঝে দেওয়ার দাবী জানায়।

বুধবার বুঝে দিতে বললে কথাকাটাকাটির একপর্যায়ে পুরুষ সদস্যরা বাড়ীতে না থাকার সুযোগে আবজাল, সুজন, কদম, লিটন, লাল চাঁদ মিলে হামলা চালিয়ে তার শাশুড়ী ও তাকে মারপিট করে রক্তাক্ত জখম করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে সাহেব আলী বাদী হয়ে বালিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করেছে।



মন্তব্য চালু নেই