বার কাউন্সিলের নির্বাচন পিছিয়ে ২৭ মে
আইন পেশার সর্বোচ্চ নীতি নির্ধারনী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন এক সপ্তাহের জন্য পিছিয়ে আগামী ২৭ মে পুনর্নির্ধারণ করা হয়েছে।
২০ মে এ নির্বাচন হওয়ার কথা থাকলেও তার পরিবর্তে ২৭ মে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল। ভোটার তালিকায় নিয়ে প্রশ্ন ওঠায় এক আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে বার কাউন্সিলের এক ‘জরুরি সভায়’ এ সিদ্ধান্ত হয়।
কাউন্সিলের সচিব মোহাম্মদ আলতাফ হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রতি তিন বছর অন্তর অন্তর বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। সারা দেশের ৪৮ হাজার ৪৬৫ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এ নির্বাচনে।
মন্তব্য চালু নেই