বার কাউন্সিলের নতুন ভাইস চেয়ারম্যান বাসেত মজুমদার
বাংলাদেশ বার কাউন্সিলের নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার।
বার কাউন্সিলের সভাকক্ষে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত সভায় বাসেত মজুমদারকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। বার কাউন্সিলের সচিব জহুরুল আলম দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেন।
সদ্য অনুষ্ঠিত বার কাউন্সিল নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার।
গত ২৬ আগস্ট বার কাউন্সিলের নির্বাচনে সরকার সমর্থক আইনজীবীদের সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সংখ্যাগরিষ্ঠতা পায়। মোট ১৪টি পদের ১১টিতে জয় পায় তারা। বাকি তিনটিতে জয় পায় বিএনপি-জামায়াত সমর্থক নীল প্যানেল।
বার কাউন্সিলের সাধারণ আসনের সাত এবং গ্রুপ আসনের সাতজন মিলে নির্বাচিত মোট ১৪ জনের মধ্য থেকে নির্বাচিত করা হয় ভাইস চেয়ারম্যান। আর পদাধিকারবলে এ সংস্থার চেয়ারম্যান এ্যাটর্নি জেনারেল।
মন্তব্য চালু নেই