‘বার্সা এখনও বিশ্বসেরা’
এক ম্যাচেই তো সব শেষ হয়ে যায় না! দীর্ঘ সময় ধরে যারা আধিপত্য বিস্তার করে আসছে। সেই দলটি-ই কি না পিএসজির কাছে ৪-০ গোলে হেরে সমালোচনায় কোণঠাসা। দুঃসময়ে বার্সা পাশে পেল তাদের সাবেক কোচ পেপ গার্দিওলাকে।
ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ গার্দিওলার কাছে, বার্সা এখনও বিশ্বের এক নম্বর দল; মানে বিশ্বসেরা। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে চার গোল হজম করা বার্সা যে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে পারে; এই বিশ্বাস আছে গার্দিওলার।
৪৬ বছর বয়সী স্প্যানিশ কোচের ভাষায়, ‘আমার কাছে বার্সেলোনা এখনও বিশ্বসেরা দল। তারা যা করে; সবই বিস্ময়কর। তারা অনেক ভালো মানের একটি দল। কিন্তু ফুটবলে সবকিছুই হতে পারে। বার্সা এমন একটি দল; যারা ঘুরে দাঁড়াতে পারে।’
চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেয়া প্রত্যেকটি দলই শক্তিশালী। তাই বার্সার ৪-০ ব্যবধানে পরাজয়ে অবাক নন গার্দিওলা। বলেন, ‘এখানে প্রতিযোগিতা বেশি। প্রতিপক্ষ খুব শক্তিশালী। আপনি জিততে পারেন খুব ভালোভাবে; আর হারতে পারে বাজেভাবে। এটাই ঘটছে। এটা আমার ক্ষেত্রেও ঘটেছিল। ৯০ মিনিট অনেক সময়; এর মধ্যে অনেক কিছুই হতে পারে।’
বার্সাকে নিয়ে সমালোচনা করতে বারণ করলেন গার্দিওলা, ‘আপনি যখন বিশ্ব ফুটবলকে শাসন করবেন; তখন আপনার কাছে প্রত্যাশাও বেড়ে যাবে-এটাই স্বাভাবিক। যারা লুইস (এনরিক) এবং তার খেলোয়াড়দের সম্পর্কে কম জানেন; তাদের জন্য আমার পরামর্শ থাকবে- খুব বেশি সমালোচনা করবেন না। কারণ তারা ফিরে আসবে; এবং আপনাদের ভুল প্রমাণিত করবে।’
মন্তব্য চালু নেই