বার্সার ভিয়ারিয়াল পরীক্ষা

সব ধরনের প্রতিযোগিতা মিলে গত ১৮ ম্যাচে অপরাজিত ভিয়ারিয়াল।
গত বছরের নভেম্বরে এফসি জুরিখের বিপক্ষে সর্বশেষ হেরেছিল ইয়েলো সাবমেরিন’রা। রোববার স্প্যানিশ লা লিগার খেলায় সেই দলটির মোকাবেলা করবে কাতালন জায়ান্ট বার্সেলোনা। লিওনেল মেসি-নেইমারদের ক্লাব কি জয়রথ অব্যাহত রাখতে পারবে? জাভি হার্নান্দেজ কিন্তু নিজেদের ফেভারিট তকমার যথার্থ মূল্যায়ন চাইছেন।
বুধবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বে ৩-২ ব্যবধানে জেতার পর ভিয়ারিয়াল পরীক্ষার সামনেও আত্মবিশ্বাসী বার্সা। জাভি বলছেন, ‘ভিয়ারিয়াল অনেকদিন ধরে অপরাজিত আছে। সেজন্য সামনের ম্যাচটি আমাদের জন্য খুব কঠিন হতে যাচ্ছে। তবে আমরাই সম্ভবত ফেভারিট। আর এই তকমাটার যথার্থ মূল্যায়ন চাই আমি।’
সাথে সাথে বার্সেলোনা অধিনায়ক এটাও যোগ করেন, ‘আমরা শারীরিকভাবে যে অবস্থার মধ্যে অাছি সেটা নিয়ে সুখী আমি। ফর্ম নিয়েও কোনো শঙ্কা নেই আমার। মৌসুমের প্রথম দিকে আমরা খুব খারাপ অবস্থার মধ্যে ছিলাম এমন নয়, আবার এখনও খুব ভালো অবস্থায় আছি এমন নয়। কিন্তু এটুকু বলতে পারি ভালো অবস্থার মধ্যে আছি। এটাই আমাদের প্রধান সুবিধা।’
প্রসঙ্গত বার্সেলোনার বিপক্ষে সর্বশেষ ১৩ ম্যাচে মাত্র একবার জিতেছে ভিয়ারিয়াল। তবে এই মৌসুমে তারা অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাবকে ২-০ ব্যবধানে হারিয়েছে। অন্যদিকে বার্সা লিগে সর্বশেষ ছয় ম্যাচে চারটিতে জিতেছে। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হেরেছে। আর গেটাফের বিপক্ষে ড্র করেছে।



মন্তব্য চালু নেই