বার্ন ইউনিটে অশ্রুসিক্ত প্রধানমন্ত্রী

চলমান অবরোধ-হরতালে পেট্রোল বোমার নাশকতায় অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে, অশ্রুসিক্ত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদশনে যান তিনি।

এ সময় প্রধানমন্ত্রী পেট্রোল বোমা হামলায় অগ্নিদগ্ধ রোগী এবং তাদের পরিবারবর্গের সঙ্গে কথা বলেন এবং প্রত্যেককে ১০ লাখ টাকা করে অনুদান দেন।

অগ্নিদগ্ধদের অবস্থা দেখে অশ্রুসজল হয়ে পড়েন প্রধানমন্ত্রী। এ সময় তাকে চশমা খুলে চোখ মুছতে দেখা যায়। হতবাক ও বিহ্বল হয়ে পড়েন তিনি। এরপর উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, চলমান সংকট নিরসনে বিএনপি-জামায়াত জোটের সঙ্গে সংলাপ ও আলোচনার প্রসঙ্গে বলেন, ‘কার সঙ্গে আলোচনা করব, খুনির সঙ্গে?



মন্তব্য চালু নেই