বারডেমে নেয়া হচ্ছে শাকিলের মরদেহ, জানাজা কাল

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের (৪৮) মরদেহ বারডেম হাসপাতালে নেয়া হচ্ছে। সেখান থেকেই (বুধবার) ময়নাতদন্ত শেষে বেলা ১১টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় গুলশানের সামদাদো রেস্টুরেন্টে শাকিলের মরদেহ দেখতে এসে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, শাকিলের মরদেহ এখান (গুলশান) থেকে বারডেম হাসপাতালে নেয়া হবে। সেখানে ময়নাতদন্ত শেষে আগামীকাল (বুধবার) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে প্রথম জানানা অনুষ্ঠিত হবে। এরপর শালিকের মরদেহ নেয়া হবে গ্রামের বাড়ি ময়মনসিংহের বাগমারায়।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের সামদাদো রেস্টুরেন্টে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল (৪৮)।



মন্তব্য চালু নেই