বাবুল আক্তারের সঙ্গে পরকীয়ার কাহিনী অপকৌশল

সাবেক এসপি বাবুল আক্তারের সঙ্গে পরকীয়ার সূত্র ধরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেনকে খুনের অভিযোগ অস্বীকার করেছেন তার স্ত্রী বনানী বিনত্তে বশীর বন্নী।

তিনি বলেন, বাবুল আক্তারের সঙ্গে পরকীয়ার কল্প-কাহিনী তার স্বামীর সম্পত্তি আত্মসাতের অপকৌশল মাত্র।

সোমবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করেন এসআই আকরাম হোসেনের স্ত্রী বনানী বিনত্তে বশীর বন্নী। এসময় বন্নীর বাবা বশির উদ্দিন আহম্মদও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বন্নী দাবি করেন, প্রয়াত স্বামী আকরাম হোসেনের ঢাকার ফ্ল্যাট ও ঝিনাইদহ শহরের সাড়ে তিন কোটি টাকা মূল্যের দ্বিতল বাড়িসহ সব সম্পদ আত্মসাতের অসৎ উদ্দেশ্যেই পাঁচ ননদ যৌথভাবে চাপ সৃষ্টির জন্য এই পরকীয়ার কল্প-কাহিনী প্রচারে মাঠে নেমেছেন।

তিনি আরও বলেন, ২০১৫ সালে স্বামী আকরাম হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর বন্নীর ফুফাতো ভাই মুনকে নিয়ে এরূপ অপপ্রচারে লিপ্ত হয়েছিল তার পাঁচ ননদ। এ দুই বছরে এখনও বাবুল আক্তারের নাম ওঠেনি। দুই বছর পর এখন নতুন করে এসপি বাবুল আক্তারকে জড়িয়ে নতুন করে অপপ্রচার শুরু করেছেন তারা।



মন্তব্য চালু নেই