বাবা-মা হওয়ার বিপত্তি

পারিবারিক ফটোগুলো সাধারণত কেমন হয়? এক ফ্রেমে দুই অথবা তিন প্রজন্ম, হাস্যোজ্জ্বল মুখ- এইতো। কিন্তু বাস্তবে একটা পরিবারের দৈনন্দিন জীবন কি ওরকম? মোটেও নয়। বিশেষ করে যদি বাড়িতে থাকে দু’এক বছর ব্যবধানের কয়েকটি বা একটি শিশু। একজন সৌখিন ফটোগ্রাফারের ক্যামেরায় এমনি কিছু ছবি:

তিন দুষ্টুর হাড্ডিকে নিয়ে সুপার শপে মায়ের বিপত্তি বাবা-মা হওয়ার বিপত্তি

খেলা পাগল বাপকে রান্না ঘরে পাঠালে এমনটাই হবে বাবা-মা হওয়ার বিপত্তি

ওফ!!! বাথরুমে গিয়েও শান্তি নাই বাবা-মা হওয়ার বিপত্তি

রাস্তার মাঝখানে এ কী অবস্থা! বাবা কিন্তু স্মার্টফোনে ব্যস্ত বাবা-মা হওয়ার বিপত্তি

সিঁড়ির উপর থেকে নিচ পর্যন্ত বেহাল দশা, বাবার কোনো বিকার নেই বাবা-মা হওয়ার বিপত্তি

বহুকষ্টে দু’টিরে ঘুমিয়ে চুপিসারে পালিয়ে যাওয়া। কিন্তু ওরা কি আর ঘুমায়! বাবা-মা হওয়ার বিপত্তি

ওহ! যা খুশি করো, আর পারলাম না বাবা-মা হওয়ার বিপত্তি

একটু চেখে দেখো তো বাবা! বাবা-মা হওয়ার বিপত্তি

ঘুমের ঘোরে এমনটা কিন্তু হতেই পারে, তাই কুকুর নিয়ে ঘুমাবেন না বাবা-মা হওয়ার বিপত্তি

বাচ্চাটা ঘুমায়, ফোন আসার আর সময় পেল না! বাবা-মা হওয়ার বিপত্তি

মায়েরাও একটি বাচ্চা হয়ে গেল বাবা-মা হওয়ার বিপত্তি



মন্তব্য চালু নেই